টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির উদ্যোগে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্যে হাবিবুর রহমান হবি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী দলের কোনো নেতাকর্মী বিচার শালিশে অংশ নিতে পারবেন না। প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তিনি প্রতিটি ইউনিয়নে ৩১ দফা বাস্তবায়ন এবং প্রতিটি দুর্গা মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।