টাঙ্গাইলের নাগরপুরে দুর্গা পূজা উপলক্ষে প্রতিটি মন্দিরে শতভাগ নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় একশ’টি আইপি ক্যামেরা বিতরণ করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে নাগরপুর কেন্দ্রীয় কালিবাড়ি প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে এই ক্যামেরা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শিব শংকর সাহা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ঝুটন কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি।
প্রধান পৃষ্ঠপোষকতা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ব্যবসায়ী আতিকুর রহমান আতিক। এ ছাড়াও উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফায়েল আহমেদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রকাশনা সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও পূজা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
আইপি ক্যামেরা বিতরণের মাধ্যমে মন্দিরে সার্বক্ষণিক নজরদারি জোরদার হবে এবং দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এটি বড় ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।