টাঙ্গাইলের নাগরপুরে শিল্পপতি ও শিক্ষানুরাগী আশিকুর রহমান তুহিনের পৃষ্ঠপোষকতায় ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সহবতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সহবতপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আলাল এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ জিকরুল হাসান পিয়াস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমদ আলী রানা, সহ-সভাপতি মাসুদুর রহমান মোল্লা লিয়াকত, সাবেক সাধারণ সম্পাদক সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, সদস্য আশিকুর রহমান নিশাত, সাবেক যুবদল সদস্য সচিব রফিকুল ইসলাম দীপন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু প্রমুখ।
অনুষ্ঠানে আরও যোগ দেন উপজেলা কৃষক দলের সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাহিদ, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনিরসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তারা জানান, উপজেলার ১২টি ইউনিয়নে পর্যায়ক্রমে ছাতা বিতরণ করা হবে।