টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের শান্তিনগর এলাকায় সিংজোড়া–গয়হাটা পাকা (ভারড়া জিপি–সলিমাবাদ আরআইডি ভায়া গয়হাটা ইউসি রোড) সড়কে আরসিসি গার্ড ব্রিজ নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সরকারি বরাদ্দের কাজ সময়মতো শেষ না হওয়ায় এলাকার হাজারো মানুষ চলাচলে বড় ধরনের ভোগান্তির মুখে পড়েছেন।
ময়মনসিংহ অঞ্চলের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (MRRIDP)-এর আওতায় “Package No: MRRIDP/TANG/NAGA/BRDG/VR/210” নম্বরের ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণের মোট ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫১ লাখ ১১ হাজার ৪৮৬ টাকা। ২০১৯–২০২০ অর্থবছরের প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে মেসার্স মিশন ট্রেডার্স, সাবালিয়া, টাঙ্গাইল। কাজ শুরু হয় ২৫ ফেব্রুয়ারি ২০২১ এবং শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ২৫ ফেব্রুয়ারি ২০২২।
নির্ধারিত সময় পার হলেও কাজ এখনো সম্পূর্ণ হয়নি। সরেজমিনে দেখা গেছে, ব্রিজের দুই পাশে খননকাজ অসম্পূর্ণ অবস্থায় রয়েছে এবং খনন অংশে পানি জমে আছে। নির্মাণ সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, রডে মরিচা ধরে গেছে। পাশের সড়কটি কাদা-পানিতে পরিণত হওয়ায় এলাকাবাসী চলাচলে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।
স্থানীয়রা জানান, রাস্তা ও ব্রিজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে দৈনন্দিন চলাচল দুর্ভোগে পরিণত হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, দ্রুত কাজ সম্পূর্ণভাবে শেষ করা হবে যাতে তাদের ভোগান্তি অবসান ঘটে।
ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স মিশন ট্রেডার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, “ব্রিজ নির্মাণ কাজের জন্য নির্মাণ সামগ্রী পরিবহণে কিছু সমস্যা হয়েছে এবং আবহাওয়ার কারণে কাজ কিছুদিন বন্ধ রাখতে হয়েছে। তবে শিগ্রই কাজ পুনরায় শুরু করা হবে এবং গুণগতমান বজায় রেখে কাজ শেষ করা হবে।”
এলজিইউডি টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “ঠিকাদার প্রতিষ্ঠানকে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য তলব করা হয়েছে। যদি তারা সময়মতো কাজ শেষ করতে ব্যর্থ হয়, তবে তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসী আশা করছেন, সরকারের কোটি টাকার এই প্রকল্প বছরের পর বছর ঝুলে থাকবে না এবং দ্রুত ব্রিজ ও সড়কের কাজ শেষ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হবে।











