আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “যতটা পাপ করেছেন, জনগণের কাছে ততটা প্রায়শ্চিত্ত করতে হবে। তাই ভালো হয়ে যান, সাপের মতো ফণা তোলার চেষ্টা করবেন না। জনগণ সেই ফণা ভেঙে দেবে।”
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানে গণঅধিকার পরিষদ যশোর জেলা শাখার গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
নুর বলেন, আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরবে—এমনটা যারা ভাবছেন তারা ‘মুর্খের স্বর্গে’ বাস করছেন। তিনি আরও বলেন, “ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বলছি—আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। যারা ছোট অপরাধ করেছে, তাদের ক্ষমা করা হবে। কিন্তু যারা লুটপাট, গুম-খুন, হামলা-নির্যাতন করেছে, তাদের জনগণের কাছে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে।”
তিনি সতর্ক করে বলেন, “মাঝেমধ্যে পলাতক নেতাদের কথামতো ফণা তুলে নিজেদের ঝামেলা ডেকে আনছেন। এটা ভুল। যদি রাজনীতি করতে চান, বিএনপি, জামায়াত, গণঅধিকার বা অন্য কোনো দলে করুন। কিন্তু গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।”
জুলাই সনদ প্রসঙ্গে নুরুল হক নুর বলেন, “শুধু সংস্কার আর আলাপ-আলোচনায় কোনো লাভ নেই। জুলাই সনদে জনগণের প্রত্যাশার প্রতিফলন না ঘটলে গণঅধিকার পরিষদ এতে স্বাক্ষর করবে না।” তিনি রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে কিছুটা ছাড় দিয়ে হলেও ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান।