পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-১, ২ ও ৩-এ ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওমেরা রিনিউএবল এনার্জি এক চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্পের আওতায় পদ্মা সেতুর তিনটি সার্ভিস এরিয়ার ছাদে সৌরবিদ্যুৎ সিস্টেম স্থাপন করা হবে।
মোট ৬.০৩ মেগাওয়াট-পিক ক্ষমতাসম্পন্ন এই সৌর সিস্টেম থেকে প্রতিবছর প্রায় ৯ হাজার মেগাওয়াট-আওয়ার পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপন্ন হবে। এর ফলে বছরে আনুমানিক ৬ হাজার টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হ্রাস পাবে, যা প্রায় আড়াই লাখ গাছ রোপণ বা প্রায় ১,২০০ ফুয়েল চালিত গাড়ি সড়ক থেকে সরানোর সমতুল্য।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ফেরদৌস আলম বলেন, “নবায়নযোগ্য জ্বালানির এ উদ্যোগ আমাদের পরিবেশবান্ধব প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এবং জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সবুজ জ্বালানি সংযোজনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।”
ওমেরা সোলারের সিইও মাসুদুর রহিম বলেন, “ইস্ট কোস্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে এই মাইলফলক প্রকল্পে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। দেশব্যাপী পরিচ্ছন্ন জ্বালানির প্রসার ঘটাতে বিশ্বমানের রুফটপ সৌর প্রকল্প বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ দেশের বড় সেতু, টানেল ও সংশ্লিষ্ট অবকাঠামোর বাস্তবায়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ওমেরা রিনিউএবল এনার্জি লিমিটেড সৌরবিদ্যুৎ প্রকল্পে দক্ষতা এবং উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে পরিচ্ছন্ন জ্বালানির সহজলভ্যতা বাড়াতে কাজ করে যাচ্ছে।