যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসীদের অধিকার রক্ষায় দ্রুত ট্রাইব্যুনাল গঠনের দাবিতে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১১ মে) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় এ আয়োজন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) নিউইয়র্ক শাখা।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন এইচআরপিবির কেন্দ্রীয় সভাপতি ও সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। সভাপতিত্ব করেন নিউইয়র্ক শাখার সভাপতি অ্যাডভোকেট ম. জাকির মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইয়েদ মইন উদ্দিন।
মনজিল মোরসেদ বলেন, “প্রবাসীদের দেশে সম্পত্তি ও মৌলিক অধিকারের নিরাপত্তা না থাকায় তারা নানাভাবে হয়রানির শিকার হন। আইনের দীর্ঘসূত্রতা এ সমস্যার মূল কারণ। তাই দ্রুত প্রতিকার পেতে একটি ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠন জরুরি।”
তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, যেন বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা দূতাবাসের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
সেমিনারে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট মো. আলী বাবুল, অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, সাংবাদিক আকিকুল ইসলাম ভূঁইয়া, অ্যাডভোকেট এম. এ. রশিদ প্রমুখ।
সেমিনার শেষে ২০২৫–২০২৭ সালের জন্য এইচআরপিবির নিউইয়র্ক শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট ম. জাকির মিয়া এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইয়েদ মইন উদ্দিন জুনেল। এছাড়া বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয় আরও কয়েকজন আইনজীবী ও কমিউনিটি নেতাকে।