রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের চার্জশিট আমলে নিয়ে এই আদেশ দেন। এক মামলায় ১২ জন এবং অপর মামলায় ১৭ জন আসামি রয়েছেন। তারা সবাই পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা, রাজউকের সাবেক কর্মকর্তাসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।
দুদকের অভিযোগ অনুযায়ী, রাজধানীতে আগে থেকেই সম্পত্তি থাকার পরও প্রধানমন্ত্রী পদের ক্ষমতা ব্যবহার করে পূর্বাচলে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। একইভাবে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও ১০ কাঠার একটি প্লট পান বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।