বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে তিন কোটি টাকা টোল আদায়
নিজস্ব প্রতিবেদক : ঈদ সামনে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন পারাপার বেড়েছে। এতে টোল আদায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বেড়েছে।
গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪৩ হাজার ৪২৭টি যানবাহন পারাপার হয়েছে।
এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৬ লাখ ৬ হাজার ৮৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন – অবৈধ পণ্যের ক্রেতা-বিক্রেতাদের তথ্য দিতে অস্বীকৃতি এসএ পরিবহনের
তিনি জানান, সোমবার (৮ এপ্রিল) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৩ হাজার ৪২৭টি যানবাহন পারাপার হয়।
এতে টোল আদায় হয়েছে তিন কোটি ৩৬ লাখ ৬ হাজার ৮৫০ টাকা।
এরমধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ২৭ হাজার ২৩২টি যানবাহন পারাপার হয়।
এতে টোল আদায় হয়েছে এক কোটি ৭১ লাখ ৪ হাজার ৯৫০ টাকা।
আর সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ১৬ হাজার ১৯৫টি যানবাহন পারাপার হয়।
এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩২ লাখ ৬১ হাজার ৯০০ টাকা।
আরো পড়ুন – এমপির ডিও লেটারে মহিলা কলেজের সভাপতি হয়েছিল সিরিয়াল রেপিস্ট বড় মনির
যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে বলেও জানান নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।