টাঙ্গাইলে নকল সিগারেট জব্দ

অবৈধ পণ্যের ক্রেতা-বিক্রেতাদের তথ্য দিতে অস্বীকৃতি এসএ পরিবহনের

এসএ পরিবহনের কাউন্টার থেকে পুলিশের জব্দকৃত নকল সিগারেট
এসএ পরিবহনের কাউন্টার থেকে পুলিশের জব্দকৃত নকল সিগারেট

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে কু‌রিয়ার সা‌র্ভিস এসএ পরিবহনের কাউন্টার থেকে বিপুল প‌রিমাণ নকল সিগারেট জব্দ করেছে পু‌লিশ।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে ঢাকা-টাঙ্গাইল রোডের পূর্ব আদালত পাড়া এলাকায় এসএ পরিবহনের কাউন্টার থেকে ১৬ বস্তা নকল সিগারেট জব্দ ক‌রে থানা পু‌লিশ।

এসময় স্থানীয় এক সাংবা‌দিক জব্দকৃত পণ্যের ভি‌ডিও করায় তার‌ ফোন নিয়ে এসএ প‌রিবহনের ম‌্যানেজার পু‌লিশের সহায়তায় ফোন থেকে ভি‌ডিও ডি‌লিট করেন।

আরো পড়ুন – বিব্রতকর পরিস্থিতিতে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতারা

ওই ভিডিও ডি‌লিট করলেও, দ্রুততার কারণে তা ডিলিট না হয়ে তা থেকেই যায়।

এবিষয়ে এসএ প‌রিবহনের ম‌্যানেজার নূর মোহাম্মদ সুজনের সাথে যোগাযোগ করা হলে এই বিষয়ে কোন মন্তব‌্য করেন‌নি।

উল্টো এসএ পরিবহনের আলিম নামের কর্মচারীর সাথে কথা বলিয়ে দেন ও বেশ কয়েকজন সাংবা‌দিকের নাম বলে তাদের সাথে যোগাযোগ করতে বলেন।

টাঙ্গাইল সদর থানার উপ-প‌রিদর্শক (এসআই) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা স্বীকার করেন।

এসময় তিনি জানান, উর্ধ্বতন কর্মকর্তাদের দেয়া তথ্যের ভি‌ত্তিতে কু‌রিয়ার সা‌র্ভিস এসএ পরিবহনের কাউন্টার থেকে সিগারেটগুলো পাওয়া যায়।

এসময় ১৬ বস্তায় ১৬ হাজার প‌্যাকেট ডারবি ও হ‌লিউড ব্রান্ডের নকল সিগারেট পাওয়া যায়। বাজারে যার আনুমানিক মূল্য ৮-১০ লাখ টাকা।

পুলিশ জানায়, ওই সিগারেটগুলো গাইবান্ধা ও বগুড়া থেকে পাঠানো হয়। গাইবান্ধার শাহেদ নামের একজন এসএ কু‌রিয়ারে পাঠিয়েছে।

এই সিগারেটগুলো টাঙ্গাইলের জব্বার নামের এক ব্যক্তি গ্রহণ করার কথা ছিল।

আরো পড়ুন – এমপির ডিও লেটারে মহিলা কলেজের সভাপতি হয়েছিল সিরিয়াল রেপিস্ট বড় মনির

কিন্তু পরে কু‌রিয়ার থেকে তাদেরকে কল দিলেও তাদের ফোনে পাওয়া যাইনি। পরে সিগারেটগুলো থানায় নিয়ে আসা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, কাস্টমস কর্তৃপক্ষ বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন।