রাজনৈতিক সভা-সেমিনারে বেশি পছন্দ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ

সাংসদের অনুরোধে কলেজের পরীক্ষা পিছিয়ে জনসভা!!

রাজনৈতিক সভা-সেমিনারে বেশি পছন্দ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ!

ভূঞাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে স্থানীয় সংসদ সদস্যের অনুরোধে কলেজের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার তারিখ পিছিয়ে ২১ আগষ্ট পালন অনুষ্ঠান করা হয়েছে।

সোমবার (২১ আগষ্ট) দুপুরে উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে ভূঞাপুর সরকারি কলেজ মাঠের মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

আরো পড়ুন – ডিএনএ টেস্টে সহযোগিতা করছেন না বড় মনির : আপিল বিভাগে রাষ্ট্রপক্ষ

এর আগে উপজেলা পরিষদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

পরে মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইবরাহীম খাঁ সরকারি কলেজে গিয়ে শেষ হয়।

এদিকে কলেজ কর্তৃপক্ষের ওয়েব সাইটে সোমাবর (২০ আগষ্ট) জারি করা নোটিশে বলা হয়, অনিবার্য কারণে কলেজের একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা সকাল ৯.৩০ মিনিটের অনুষ্ঠেয় কৃষি শিক্ষা, মনোবিজ্ঞান ও ইসলাম শিক্ষার পরীক্ষা স্থগিত করা হল।

এতে ওই বিষয়গুলোর পরীক্ষার সময় আগামী মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টা হতে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

তবে কলেজের পরীক্ষা স্থগিতের এই নোটিশ পরীক্ষার্থীরা না জানায় অনেক শিক্ষার্থী কলেজে গিয়ে হতাশ হয়েছে। পরে কলেজে পরীক্ষা না হওয়ায় তারা চলে যায়।

কলেজে আসা শিক্ষার্থীরা জানান, পরীক্ষা স্থগিতের বিষয়ে আমাদের জানানো হয়নি; কলেজের ওয়েব সাইটতো সবাই দেখে না।

আমরা পরীক্ষার রুটিন অনুযায়ী আমরা কলেজে এসেছিলাম পরীক্ষা দিতে কিন্তু হল না।

কলেজের একাধিক শিক্ষকরা জানান, ২১ই আগষ্টের অনুষ্ঠানের জন্য পরীক্ষা স্থগিত করা হয়।

কিন্তু প্রোগ্রামটি অন্যত্র করা হলে কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারতো। অনেক শিক্ষার্থী কলেজে এসে চলে গেছে।

আরো পড়ুন – ধর্ষণ মামলায় বড়মনির জামিন স্থগিতই থাকছে

ইব্রাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুজ্জামান সরকার বলেন, কলেজে অনুষ্ঠান করার জন্য সংসদ সদস্য অনুরোধ করেন।

পরে কলেজে মিটিং করে আজকে সকালের শিফটের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে; তবে স্থগিতের বিষয়টি অনেক শিক্ষার্থী না জানায় তারা যথারীতি কলেজে এসেছিল পরীক্ষা দিতে।

পরে পরীক্ষা স্থগিতের নোটিশ দেখে তারা চলে গেছে। তবে বিকেলের দিকে অনার্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন –

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সুভাস চন্দ্র সাহা, কৃষি বিষয়ক সম্পাদক আবু নাসের, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসরিন বাসেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, ভ‚ঞাপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাস বাবু, জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, সম্পাদক আবু সায়েম তালুকদার বিপ্লব, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান প্রমুখ।