টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলা হুগড়া ইউনিয়নে যমুনা তীরে বন্যা কবলিত চরাঞ্চল এলাকায় বানভাসীদের ত্রাণ বিতরণ করেছে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
রবিবার (১৬ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নির্দেশক্রমে টাঙ্গাইল সদর উপজেলা হুগড়া ইউনিয়নে দুইটি গ্রামে বিএনপি নেতা ফরহাদ ইকবালের নিজস্ব অর্থায়নে দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকটি পরিবারকে একশত টাকা, চাল, আটা, চিড়া, গুড় এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়।
দূর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ফরহাদ ইকবাল বলেন, পশ্চিম টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও বানভাসীদের দুর্ভোগ কমেনি এখনো। দুঃখ কষ্ট যেন কমছেই না তাদের। বানভাসীদের দুর্ভোগ দীর্ঘ মেয়াদি হওয়ার আশঙ্কায় ভেঙে পড়েছে তাদের মন। পশ্চিম টাঙ্গাইলে পানি কমায় বাড়িতে ফিরতে শুরু করেছে অনেক পরিবার। তবে ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ায় এখনও কিছু পরিবার কষ্টে দিন কাটাতে হচ্ছে। আমি তাদের দুঃখ কষ্ট দেখে ত্রাণ দিতে এসেছি।
ত্রাণ বিতরণ কালের সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, ১০নং হুগড়া ইউনিয়নের সভাপতি ডা. মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহ্ আলম সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডা. মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক তারিক উল্ল্যা, যুগ্ম-সম্পাদক মো. নরুল ইসলাম, মো. জয়নাল উদ্দিন, ৩নং হুগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. তোতা মিয়া, ৬নং কাতুলী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া, হুগড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো. উমর ফারুক, হুগড়া ইউনিয়ন তাঁতী দলের সভাপতি মো. আজহার আলী, হুগড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. আবু তালেবসহ অন্যান্য নেতৃবৃন্দ।