আদালত প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলের পৌর যুবলীগের সভাপতি রাহাত আলম শাওনকে (৩০) জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল আমলী আদালতের বিচারক মিনু খাতুন এ আদেশ দেন।
এর আগে রোববার সকালে বাসাইল থানা পুলিশ পৌর এলাকার শাহিন স্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
গত ২৮ জুলাই রাতে তোফায়েল হোসেন (বেনু) বাদী হয়ে শাওনসহ ৭ জনের নামোল্লেখ এবং ৩/৪ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা করেন।
আরো পড়ুন – শিহাব হত্যা মামলা : আর কোন আসামি গ্রেপ্তার নাই
পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার (২৫ জুলাই) বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন শেষে বাসাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য তোফায়েল হোসেন (বেনু), বাসাইল আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ফরিদ মিয়া, বাসাইল উপজেলা যুবলীগের নেতা প্রিন্স মাহমুদ বাড়ি ফিরছিলেন।
শাওন ও তার বাহিনী নথখোলা ব্রিজের উপর গাছের গুড়ি ফেলে তাদের পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।
এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আরো পড়ুন – হত্যাকারী আইনের আওতায় আসবে কি? শঙ্কায় নিহত শিহাবের পরিবার
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এ বিষয়ে আদালতের পরিদর্শক তানভীর আহমেদ বলেন, পুলিশ শাওনকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেন।
এ সময় টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল আমলী আদালতের বিচারক মিনু খাতুন আসামীকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। সম্পাদনা – অলক কুমার