বাড়ির প্রধান ফটকে টাঙ্গানো “করোনা ভাইরাসের কারণে সাক্ষাত সাময়িক বন্ধ রাখা হলো”, লেখা ব্যানারটি নামিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনধিদের নিয়ে জরুরী সভায় যোগদান করেছেন স্থানীয় সাংসদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন।
যখন “আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা বর্তমান পরিস্থিতিতে সরকারের পাশাপাশি দলের সব পর্যায়ের নেতাকর্মী বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধিদের জনগণের পাশে দাঁড়াতে কঠোর নির্দেশ দিয়েছেন। ঠিক তখন মির্জাপুরের সাংসদ একাব্বর হোসেন বাড়ির গেটের সামনে এক বিরাট নোটিশ টানিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। পরে গেটের নোটিশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে নির্ভৃতেই বেরিয়ে এসে করোনা সংক্রান্ত সভায় যোগ দেন তিনি।

বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও আব্দুল মালেকের সভাপতিত্বে সেই সভায় যোগ দেন সাংসদ একাব্বর। সভায় সাংসদ একাব্বর হোসেন করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সামনের দিনগুলোতে সর্বস্তরের জনসাধারণের ঘরে থাকা নিশ্চিত করতে প্রশাসনিক তৎপতা আরও জোরধারের নির্দেশ দেন। পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ দেয়া হয়।
এ সময় এমপি একাব্বর হোসেন সরকারের পাশাপাশি কর্মহীন মানুষের পাশে খাদ্য সহায়তা দেয়ার জন্য দলীয় নেতাকর্মী ও সামাজিক সংগঠনর প্রতি আহবান জানান। মির্জাপুর উপজেলা করোনা ভাইরাসের সংক্রমণরোধে ইতিমধ্যে নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন তিনি।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদন, ভাইস চেয়ামর্যান আজহারুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক তাহরীম হোসেন সীমন্ত, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, মির্জাপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোবারক হোসেন সম্পাদক মারুফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।











