জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানায় বিএনপি নেতার নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে, যেখানে ২ পুলিশ সদস্যসহ মোট ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) ইফতারের পূর্ব মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা থানার ওপর হামলা চালিয়ে পুলিশ হেফাজতে থাকা তিন কর্মীকে ছিনিয়ে নিতে চেষ্টা করেন।
ক্ষেতলাল থানার ওসি মাহবুবুর রহমান সরকার জানান, উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী আশিক পার্থের নেতৃত্বে শতাধিক লোক থানায় আক্রমণ করে পুলিশকে আহত করে এবং থানাকে অবরুদ্ধ করে।
এ ঘটনায় আহতদের মধ্যে পুলিশ কনস্টেবল কাজী জাফর ও সুমন মিয়া, ক্ষেতলাল পৌর এলাকার তোফাজ্জল হোসেন, আমিরুল ইসলাম, রফিক ও আব্দুল মমিনের নাম রয়েছে।
থানায় হামলা চালানোর পর সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। জেলা পুলিশের অতিরিক্ত ফোর্স ও গোয়েন্দা শাখার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্থিতিশীল করেন।
বিএনপি নেতার এই হামলা ঘটনায় থানায় ৩ জনকে আটক করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।