ভারসাম্যপূর্ণ সংসদ গঠনের জন্য আনুপাতিক হারে (Proportional Representation) নির্বাচন ব্যবস্থার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। শুক্রবার (১১ জুলাই) বিকেলে কক্সবাজারের পেকুয়া চৌমুহনীতে গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় এই দাবি তুলে ধরেন দলটির সভাপতি নুরুল হক নুর।
পথসভায় নুর বলেন, ‘‘ভারসাম্যপূর্ণ সংসদের জন্য পিআর পদ্ধতি প্রয়োজন। এ লক্ষ্যে আমরা অনেক দলের সঙ্গে আলোচনা করেছি। অনেক রাজনৈতিক দল আমাদের সঙ্গে একমত। তবে কেউ কেউ এ নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছে।’’
তিনি আরও বলেন, ‘‘শাসনতান্ত্রিক কাঠামোর পরিবর্তনই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। জনগণের শাসন প্রতিষ্ঠায় এ দাবি অত্যন্ত জরুরি।’’
পথসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি শাহেদুল ইসলাম শাহেদ। এতে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগরের সাবেক সহ-সভাপতি হাবিব উল্লাহ মিজবাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
পথসভা শেষে নুরুল হক নুর শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন এবং পরে চকরিয়ায় আরেকটি পথসভায় যোগ দেন।