শুরু হয়ে গেছে ‘ভ্যালেন্টাইন উইক’ অর্থাৎ ভালোবাসার সপ্তাহ। ৭ ফেব্রুয়ারি ‘রোজ ডে’ দিয়ে শুরু এ সপ্তাহ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে। সপ্তাহজুড়ে ভালোবাসার মোড়কে বন্দি থাকবে সবাই। সাধারণের পাশাপাশি বিনোদন অঙ্গনের তারকারাও উদযাপন করে ভালোবাসার দিবস।
কাজে ও ব্যক্তিগত জীবনে, ভালোবাসা দিবস সবার জন্যই বেশ প্রতীক্ষিত একটি মুহুর্ত। দিনটি নিয়ে বিভিন্ন পরিকল্পনা থাকে তারকাদের। প্রিয় মানুষটিকেই সময় দিতে চান এই বিশেষ দিনে। তেমনটাই পরিকল্পনা জানালেন আলোচিত মডেল ও আইনজীবী জান্নাতুল পিয়া।
সম্প্রতি ‘বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ২০২৫’-এর ইভেন্টে হাজির হন জান্নাতুল পিয়া। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বিভিন্ন বিষয়ে কথা বলার সময় উঠে আসে ভালোবাসা দিবসের প্রসঙ্গ। ভালোবাসা দিবসে কি করবেন অভিনেত্রী? এমন প্রশ্নে পিয়া বলেন, ‘১৪ ফেব্রুয়ারি আপনি যদি আমাকে ১০-১৫ বছর আগে জিজ্ঞাসা করতেন তাহলে আমি অনেককিছু বলতে পারতাম।
এখন আমি আমার বাচ্চা ও হাজব্যান্ড নিয়ে বের হবো। সো এটাও আমার জন্য খুব মজার।’