নিজস্ব প্রতিবেদক : গত ২১ অক্টোবর ব্যুরো হেলথ কেয়ারে কর্তব্যরত ডা. নাসরিন সুলতানা রত্নার ভুল চিকিৎসার কারণে এক নবজাতকের মৃত্যু হয়।
এ ঘটনায় নবজাতকের বাবা নওশাদ রানা সানভী বাদি হয়ে সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
কিন্তু সিভিল সার্জন ডাক্তারের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ব্যুরো হেলথ কেয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছেন বলে অভিযোগ করেন নওশাদ রানা সানভী।
যদিও সিভিল সার্জন বলছেন প্রতিষ্ঠানের বৈধতার কথা, প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনে কথা।
অভিযোগকারী নওশাদ রানা সানভী জানান, এ ঘটনায় ব্যুরো হেলথ কেয়ারের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই।
আমার অভিযোগ ডাক্তার নাসরিন সুলতানা রত্নার বিরুদ্ধে যার অবহেলায় শিশুটির মূত্যু হয়েছে।
অথচ টাঙ্গাইল সিভিল সার্জন বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।
এখন পর্যন্ত ডাক্তারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে টাঙ্গাইল সিভিল সার্জন ডা: মোহাম্মদ ওয়াহীদুজ্জামান সাংবাদিকদের জানান, ব্যুরো হেলথ কেয়ার সেন্টারের বৈধ কাগজ পত্র নাই।
সেই কারণে এই ব্যবস্থা নেয়া হয়েছে। যা সরকারের নির্দেশনার বাইরে নয়।
উল্লেখ্য, টাঙ্গাইল শহরে ব্যুরো হেলথ কেয়ারে ভুল চিকিৎসায় ডা. নাসরিন সুলতানা রত্নার তত্ত্বাবধানে থাকে দুইটি নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে।
অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ডাক্তারকে রক্ষা করার অভিযোগ উঠেছে টাঙ্গাইল সিভিল সার্জন ডা: মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এর বিরুদ্ধে।