ভূঞাপুর সংবাদদাতা: শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আয়োজনে সকাল ১০টায় ভূঞাপুরে পাটনিপাড়া কেন্দ্রীয় নাটমন্দির হতে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি তারাকান্দি-ভূঞাপুর সড়ক হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ।
পরে উপজেলার পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলাল হোসেন।
জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শংকর দাস ।
আরও পড়ুন- টাঙ্গাইলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক সুহাস চন্দ্র সরকার।
এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ, সুজন-সুশাসনের জন্য নাগরিকের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সরণ দত্ত, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব অভিজিৎ ঘোষ।
আলোচনা সভায় বক্তরা, ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে তাঁর জীবন বিধান সম্পর্কে আলোকপাত করেন ও সমাজের বিভিন্ন অনাচার, দুর্নীতি বন্ধ করে একটি অসা¤প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।