ভূঞাপুর সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জেলা নির্বাচন কার্যালয়।
আগামী ২ নভেম্বর এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার এএইচএম কামরুল হাসান ও উপজেলা নির্বাচন অফিসার নাজমা সুলতানা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
শুক্রবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।
গণবিজ্ঞপ্তিতে একই সঙ্গে নির্বাচনের মনোনয়নপত্র বিষয়েও সকল তথ্য জাোনো হয়েছে।
এই উপ-নির্বাচনে ভোটগ্রহণ সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
গণবিজ্ঞপ্তি থেকে জানা যায়, জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন উত্তোলন ও জমা দেওয়ার শেষ তারিখ ৯ অক্টোবর।
এরপর মনোনয়ন যাচাই-বাছাই ১১ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর এবং ২ নভেম্বর ভোট গ্রহণ।
এদিকে, মনোনয়নপত্র অনলাইনের মাধ্যমে উত্তোলন ও দাখিলের সুযোগ রয়েছে।
এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার এএইচএম কামরুল হাসান জানান, ভূঞাপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
সে লক্ষ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি নির্বাচনটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পারব।
প্রসঙ্গত, ভূঞাপুর উপজেলা পরিষদের দুইবারের চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম অ্যাডভোকেট করেনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
গত ৩০ জুলাই ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে উপজেলা চেয়াম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। সম্পাদনা – অলক কুমার