টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ইংরেজি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সমাপনী ও সংবর্ধনা এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান শনিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। বিভাগের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনিসুর রহমান আনিছ–এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আবু জুবাইর এবং প্রক্টর অধ্যাপক ড. ইমাম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস–চ্যান্সেলর বলেন, “বিশ্বে নোবেলজয়ীদের বড় অংশই ইংরেজি ভাষা ও সাহিত্যের সঙ্গে যুক্ত। বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি শিক্ষা—সব ক্ষেত্রেই ইংরেজির বিকল্প নেই।”
তিনি আরও বলেন,“ভালো ফল বা চাকরি জীবনকে সফল করে, কিন্তু ভালো মানুষ না হলে প্রকৃত অর্জনের মূল্য থাকে না। তাই মানবিক মূল্যবোধ ধারণ করাই সবচেয়ে বড় সফলতা।”
পরে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও সব বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।











