মির্জাপুর প্রতিনিধি : মির্জাপুরের ৬ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত ৫৯টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রতিটি কেন্দ্রের বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে।
এরমধ্যে প্রতিটি কেন্দ্রেই নারী ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।
আরো পড়ুন – মধুপুরের ৬টি ইউনিয়নের ৫টিতে আ’লীগ, ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
তবে শতকরা কত ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন তা জানা না গেলেও ৬০ থেকে ৬৫ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা গেছে।
এদিকে এই ৬ ইউনিয়নের কোন কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচনে ৩ ইউনিয়নে নৌকা ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
এরমধ্যে বহুরিয়া ইউনিয়নে আবু সাইদ ছাদু (নৌকা), আজগানা ইউনিয়নে কাদের সিকদার (নৌকা) ও ফতেপুর ইউনিয়নে হাজী আব্দুর রউফ (নৌকা) প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন।
আরো পড়ুন – রিট পিটিশনে স্থগিত হলো টাঙ্গাইলের আরো এক ইউপি নির্বাচন
অপর দিকে তরফপুর ইউনিয়নে স্বতন্ত্রের আবরণে মোটরসাইকেল প্রতিক নিয়ে বিএনপি নেতা আজিজ রেজা, ভাওড়া ইউনিয়নে ঘোড়া প্রতিক নিয়ে মাসুদুর রহমান ও লতিফপুর ইউনিয়ন মোটরসাইকেল প্রতিক নিয়ে আলী হোসেন রনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। সম্পাদনা – অলক কুমার