মির্জাপুর সংবাদদাতা: টাঙ্গাইলের মির্জাপুরে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) সকালে মির্জাপুর থানার উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক এই সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরফুদ্দীন।
আরও পড়ুন- দলীয় মনোনয়ন পেতে উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিমের সভাপতিত্বে অন্যদের মদ্যে বক্তৃতা করেন কমিউনিটি পুলিশিং মির্জাপুর উপজেলা শাখার সভাপতি সালাহ্ উদ্দিন আহমেদ বাবর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, পল্লীবিদ্যুৎ মির্জাপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক জসিম উদ্দিন, প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি শামসুল ইসলাম সহিদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলার শাখার সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ গোস্মামী, সাধাণ সম্পাদক প্রমতেশ গোস্মামী শঙ্কর প্রমুখ।
সভায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সরকারি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নির্দেশনা বাস্তবায়নের আহবান জানানো হয়।