রাজশাহীর বাগমারা উপজেলার খোদাপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২০ বিঘা পানের বরজ। এতে অন্তত ৮০ জন কৃষক ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা বলে জানা গেছে। শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের সময় উপজেলার আউচপাড়া ইউনিয়নের খোদাপুর সরদারপাড়া বিলে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের সময় বরজ ফাঁকা থাকায় হঠাৎ আগুন লাগলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করে। পরে খবর পেয়ে মোহনপুর ও বাগমারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মোহনপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার রফিকুল ইসলাম জানান, ধূমপানের জন্য ফেলে যাওয়া সিগারেট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, কৃষি অফিসারের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে তাদের সহযোগিতা দেওয়া হবে।