লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আল-খুমস উপকূলে দুটি অভিবাসীবাহী নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দেশটির রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে।
রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার রাতে আল-খুমস উপকূলে দুটি নৌকা উল্টে যাওয়ার খবর পাওয়া যায়। প্রথম নৌকাটিতে ছিলেন ২৬ জন বাংলাদেশি অভিবাসী। তাদের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন ছিলেন; এর মধ্যে দুজন মিসরীয় এবং ৬৭ জন সুদানি নাগরিক। নৌকায় থাকা যাত্রীদের মধ্যে আটজন ছিলেন শিশু।
এ ঘটনায় মোট ৯৫ জন অভিবাসীর মধ্যে বাকি ৯১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে কিনা সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
রেড ক্রিসেন্ট আরও জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও জীবিতদের চিকিৎসা সেবা প্রদান করে।
উল্লেখ্য, অবৈধ পথে ইউরোপগামী অভিবাসীরা লিবিয়াকে এখনও প্রধান রুট হিসেবে ব্যবহার করে থাকে। এতে দেশটির সরকারকে ব্যাপক চাপের মুখে পড়তে হচ্ছে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছর মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজারের বেশি অভিবাসী প্রাণ হারিয়েছে।











