শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও উপহার বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুক। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফতেপুর চারাবাড়ি গ্রামে এই আয়োজন করেন ৭নং দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু।
এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দীন বিপ্লব সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “বাংলাদেশ আমাদের সবার। আমরা সবাই বাংলাদেশী। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ে তুলবো।”
পরবর্তী সময়ে তিনি সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মাকোরকোল গ্রামে সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।