প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করে বলেছেন, তার সক্রিয় রাজনীতিতে প্রবেশের কোনো ইচ্ছা নেই। তিনি ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিচ্ছেন না।
মালয়েশিয়া সফরকালে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি গত ১৫ আগস্ট বারনামার অনলাইন ভার্সনে প্রকাশিত হয়।
ড. ইউনূস জানান, জনগণের অনুরোধেই তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন। এই অন্তর্বর্তী সরকার এখন সংস্কারমূলক এজেন্ডা বাস্তবায়নে মনোনিবেশ করছে। জুলাই মাসে ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতার পর সরকার এখন দেশের স্থিতিশীলতা ও পুনর্গঠনের ওপর গুরুত্ব দিচ্ছে।
তিনি জানান, চলতি মাসের শেষদিকে ঐকমত্য কমিশনের রিপোর্ট প্রকাশ হতে পারে। এতে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ দিকনির্দেশনা স্পষ্ট হবে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. ইউনূস বলেন, আসিয়ান সভাপতির দায়িত্বে থাকায় মালয়েশিয়া আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সংকট নিরসনে বাংলাদেশ মালয়েশিয়ার সহযোগিতা প্রত্যাশা করে।
উল্লেখ্য, গত ১১ আগস্ট তিনদিনের সফরে মালয়েশিয়া যান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) সই হয়, যা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে।