টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নিষিদ্ধ মাদকদ্রব্য ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান পরিচালনা করেছে সখীপুর থানা মাদক বিরোধী দল। ঘটনা ঘটে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর থানার বাশঁবাড়ি দক্ষিনপাড়া গ্রামের মোঃ রোসমত আলী মুন্সির ছেলে শফিকুল ইসলাম (২৬) এবং একই জেলার বাশঁবাড়ি বাজার এলাকার মোঃ শাহিন মিয়ার ছেলে জাকির হোসেন (২৫)।
সখীপুর থানার পক্ষ থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।