টাঙ্গাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দৈনিক টাঙ্গাইল সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মাসুদুল হককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে সোনিয়া ক্লিনিকের মালিক রিজভীর বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে টাঙ্গাইল সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক মাসুদুল হক।
জিডি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে সময় আমি আমার স্ত্রী বাচ্চাসহ ডিস্ট্রিক গেট সংলগ্ন ফার্মেসী থেকে ঔষধ কিনে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ডিস্ট্রিক গেট শামসুল হক তোরণ পার হওয়ার পরেই ডান দিকে মোড় ঘোরার সময় অপর দিক থেকে আসা প্রাইভেটকার আমার মোটরসাইকেলের সামনে লাগিয়ে দেয়। আমার মোটরসাইকেলের পায়ের ব্রেক লিভার দুমড়ে-মুচড়ে যায়। আমি প্রাইভেটকারে থাকা চালককে বলি এইটা কি করলেন ভাই?
তখন প্রাইভেটকারের পেছন থেকে দাড়িওয়ালা পাঞ্জাবী পড়া এক লোক বেরিয়ে এসে আমাকে বলে তুই কে? আমি বলি আমি যেই হই, আমার গাড়িতে মারলেন কেন? আমি বলি এইটা কি ঠিক হয়েছে? তখন তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন আমি বলি গালিগালাজ করতেছেন কেন? সে আমাকে বলে তুই আমাকে চিনস আমি সোনিয়া ক্লিনিকের মালিক রিজভী, আমাকে সবাই চেনে। তখন আমি আমার পরিচয় দেই আমি একজন সাংবাদিক। এই কথা শুনে তিনি বলেন, তোকে দেখে নিব আমি, আমাকে প্রাণ নাশের হুমকী দিয়েছে। আমি আতঙ্কিত বোধ করছি। আমার নিরাপত্তার জন্য আমি এই সাধারণ ডায়েরী করলাম।










