সামাজিক ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (৬ জুলাই) সখীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম এ একাব্বর হোসেন ও সদস্য সচিব ইমরান খান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ অব্যাহতি দেওয়া হয়।
ছাত্রদলের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বারবার মৌখিকভাবে সতর্ক করার পরও সাইফুল ইসলাম শৃঙ্খলা ভঙ্গ করে যাচ্ছিলেন। প্রমাণের ভিত্তিতে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
চিঠিটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে অনেকে মন্তব্য করছেন। অব্যাহতি পাওয়া সাইফুল ইসলামও দল ও নেতাদের প্রতি সম্মান জানিয়ে নিজের ইতিবাচক মন্তব্য জানিয়েছেন।
এ বিষয়ে সাইফুল ইসলাম জানান, তিনি কোনো সামাজিক বা দলীয় শৃঙ্খলা ভঙ্গের কাজ করেননি বলে মনে করেন। তবে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান বলেন, ‘‘দলীয় ও সামাজিক শৃঙ্খলা ভঙ্গকারীর জন্য ছাত্রদলে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব রাখার সুযোগ নেই।’’
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম এ একাব্বর হোসেন বলেন, ‘‘একাধিকবার সতর্ক করার পরও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ অস্বীকার করেছেন সাইফুল। আমরা চাই সখীপুরে ইতিবাচক, শৃঙ্খলিত ও মেধাবী ছাত্রদল গড়ে তুলতে।’’