তুরস্ক ও আর্মেনিয়ার সীমান্তে অবস্থিত ঐতিহাসিক আরারাত পর্বত নিয়ে রহস্যের শেষ নেই। সেই রহস্য যখন মানুষকে প্রভাবিত করে, তখন সেটা কৌতূহল আরও বাড়িয়ে দেয়। তেমন গল্প নিয়েই ওয়েব সিরিজ ‘আরারাত’। ভিকি জাহেদের সিরিজটির নামকরণ করা হয়েছে আরারাত পর্বতের নামেই। আজ ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে সিরিজটি।
দিন কয়েক আগে মুক্তি পাওয়া সিরিজটির ট্রেলারজুড়ে এক প্রতিশোধের গল্পের আভাস পাওয়া গেছে। উঠে এসেছে মানবচরিত্রের অন্ধকার দিক। যেখানে ভালোবাসার মানুষ একে অন্যের মুখোমুখি হয়। প্রকাশ করে ক্রোধ ঘৃণা। নৃশংসতায় কে কাকে ছড়িয়ে যাবে, যেন সেই প্রতিযোগিতা চলছে? এমন প্রতিশোধের গল্প কেন ভালোবাসা দিবসেই মুক্তি পাচ্ছে? ভিকি জাহেদ বলেন, ‘আমাদের গল্পটি দিন শেষে ভালোবাসার গল্প। কিন্তু জীবন কখনোই সমান্তরালভাবে চলে না। নানা ঘটনার মধ্য দিয়ে সম্পর্ক এগিয়ে চলে। সেখানে ঘৃণা, ভুল–বোঝাবুঝি থাকে; যা জীবনকে কোণঠাসা করে দেয়।
নারী-পুরুষ সম্পর্ককে নতুনভাবে আবিষ্কার করে। যার মধ্য দিয়ে টেকে ভালোবাসা।’
দেশে থ্রিলার নির্মাণে বরাবরই মুনশিয়ানার পরিচয় দিয়েছেন ভিকি। আগে ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’, ‘দ্য সাইলেন্স’, ‘চম্পা হাউস’, ‘বেড নম্বর ৩’–সহ একাধিক কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন। এবার থ্রিলারের সঙ্গে যোগ ঘটিয়েছেন রোমান্টিক গল্পের।