নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী।
প্রার্থীরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন (মানিক), সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান (তোফা) ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামছ উদ্দিন।
এছাড়াও বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ্ জাহান আনছারী প্রার্থী হয়েছিলেন।
আরো পড়ুন – মির্জাপুরে এক ডজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
তবে প্রতীক পাওয়ার পরও কোন এক অদৃশ্য শক্তির চাপে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন তার জন্য নিবেদিত শাহ্ জাহান আনছারীকে সমর্থন না দিয়ে তোফাজ্জল হোসেন খান ওরফে তোফাকে সমর্থন দেয়।
যার ফলে বর্তমান উপজেলা শাহ্ জাহান আনছারী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
তবে এই বিষয়ে বর্তমান চেয়ারম্যান শাহ্ জাহান আনছারী কিছু বলতে চাননি।
এই চার প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদর উপজেলার একমাত্র নারী প্রার্থী শামিমা আক্তার।
তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।
তৃতীয় ধাপে ২৯ মে (বুধবার) টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচন ভোট গ্রহণ করা হবে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, টাঙ্গাইলের ১২টি উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৫১ জন প্রার্থী হয়েছেন।
শামিমা আক্তার সদর উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান। তিনি পোষাক শিল্প কারখানার মালিক।
তার শিক্ষাগত যোগ্যতা এমএ বলে হলফনামায় উল্লেখ করেছেন।
প্রার্থীদের বক্তব্য –
শামিমা আক্তার জানান, গত পাঁচ বছর যাবত ভাইস চেয়ারম্যান পদে তিনি দায়িত্ব পালন করছেন।
তিনি বুঝতে পেরেছেন ওই পদে থেকে কাজ করার সুযোগ নেই বললেই চলে।
তাই উপজেলার উন্নয়নে ভূমিকা রাখার জন্য চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
শামিমা আক্তার বলেন, সদর উপজেলার একজন প্রার্থীকে স্থানীয় সংসদ সদস্য পৃষ্ঠপোষকতা করছেন।
আরেক প্রার্থীকে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা সমর্থন দিয়েছেন।
আরো পড়ুন – ক্ষমতাসীন দলের জনপ্রতিনিধিরা নির্বাচনে অনিয়ম ও কারচুপি করেছে
আমি সাধারণ মানুষের সমর্থন ও ভালবাসা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি জিতলে জিতবে সাধারণ জনগণ।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ক্ষেত্রে কোন প্রকার চাপ আছে কিনা জানতে চাইলে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ্ জাহান আনছারী বলেন, কোন চাপে নয়, শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।
সদরের নির্বাচনী তথ্য –
প্রসঙ্গত, একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত টাঙ্গাইল সদর উপজেলা।
এই উপজেলার মোট ভোটার সংখ্যা চার লাখ ৪০ হাজার ২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ২০ হাজার ৯৭৬ জন এবং মহিলা ভোটার ২ লক্ষ ১৯ হাজার ৪৮ জন।
আরো পড়ুন – ভূঞাপুরে একদিকে ভোট গণনা, অন্যদিকে প্রার্থীর পক্ষে জনসভা!
এই উপজেলায় মোট ১৪০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। ভাইস চেয়ারম্যান পদে মোট পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।