টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহসড়কে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় অপেশাদার আচরণের জন্য টাঙ্গাইলে এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আতিকুজ্জামান জেলার মির্জাপুর থানায় কর্মরত।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এইচ. এম মাহবুব রেজওয়ান এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার দিন এএসআই আতিকুজ্জামান ডিউটি অফিসারের দায়িত্বে ছিলেন এবং অপেশাদার আচরণের জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে তার সাথে মুঠোফোনের কথোপকথনে স্পষ্ট হয়েছে।
জানা যায়, ১৮ ফেব্রুয়ারী ভোর রাতে ভূক্তভোগী কয়েকজন বাসযাত্রী মির্জাপুর থানায় এসে চলন্ত বাসে ডাকাতির বিষয়ে ডিউটি অফিসারকে অবহিত করেন। ভ‚ক্তভোগীদের অভিযোগ আমলে না নেওয়ায় কয়েক মিনিটি পর তারা থানা ত্যাগ করেন। এছাড়া ডিউটি অফিসার তাদের নাম ঠিকানা বা মোবাইল নাম্বারসহ কোন তথ্যই রাখেননি। যে কারণে মামলা নিতে বিলম্ব হয়। এরপর ঘটনার তিনদিন পরে এক ভূক্তভোগী বাসযাত্রীর মামলা নিতে হয়েছে। পরে এ ঘটনায় শুক্রবার টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এএসআই আতিকুজ্জামানকে রাতেই মির্জাপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করেন। এরপর শনিবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তের ব্যাপারে এএসআই আতিকুজ্জামানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেনি।
এ বিষয়ে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এইচ.এম মাহবুব রেজওয়ান বলেন, শনিবার আতিকুজ্জামানের সাময়িক বরখাস্তের বিষটি জানতে পেরেছি। এসময় তিনি ওই অভিযুক্ত পুলিশের উদ্দেশ্যে বলেন, বিষয়টি তিনি আরো প্রফেশনালি হ্যান্ডেল করতে পারতেন।