নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে বাসার সামনে থেকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার ইমামুর রশীদের ছিনতাই করা মেুঠোফোনটি উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনায় জড়িত কুখ্যাত চোর মোঃ হাবিব (২২) কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) পৌর এলাকার বেপারীপাড়া বোখারী মসজিদ এর সামনে থেকে তাকে আটক করা হয় বলে টাঙ্গাইল সদর থানা থেকে ক্ষুদে বার্তায় জানানো হয়। আটক মোঃ হাবিব থানা পাড়ার মৃত মকবুল হোসেনের পুত্র।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকালে হাটতে বের হলে শহরের ক্লাব রোডের সরকারি বাসভবনের সামনে থেকে তার মুঠোফোনটি ছিনিয়ে নেয় অজ্ঞাত ছিনতাইকারী। পরে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ জানালে তথ্য প্রযুক্তির সহায়তায় আজ বেলা পৌনে চারটার দিকে বেপারীপাড়া বোখারী মসজিদ এর সামনে থেকে ছিনতাইকরা মোবাইলসহ তাকে আটক করা হয়।
টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহামেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক হাবিবের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ডাকাতির প্রস্তুতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে আদালতে বিচারাধীন আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।