নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার ইউনিয়নটির নাম মাহমুদনগর। মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসানের নামে নামকরণ।
কিন্তু উন্নয়নের কারিগর টাঙ্গাইল সদরের সংসদ সদস্য ছানোয়ার।
উল্লেখযোগ্য উন্নয়নের মধ্যে যমুনা ভাঙনরোধে স্থায়ী বাঁধ, মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ে চারতলা ভবন, ছোট বড় ব্রীজ-কালভার্ট নির্মাণ, কুকুরিয়া আলীয়া মাদ্রাসার নির্মাণাধীন চার তলা ভবনসহ একাধিক রাস্তা পাকাকরণের কাজ চলমান রয়েছে।
আরো পড়ুন – আমি নির্বাচনকে উন্মুক্ত করে দিয়েছি, কোনরকম সংঘাত চাই না – প্রধানমন্ত্রী
টাঙ্গাইল-৫ (সদর) আসনের অন্যতম বিএনপি সমর্থক অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত ও অবহেলিত ইউনিয়নটিকে মহাজোট সরকারের উন্নয়ন মহাসড়কে স্থান দেয়ায় ইউনিয়নবাসীর কাছে বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগ সরকারের গ্রহণ যোগ্যতা।
তেমনি গ্রহণযোগ্য হয়ে উঠেছেন আসনটির দুইবারের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দ্বাদশ সংসদ নির্বাচনে ঈগল প্রতীকে আলহাজ্ব ছানোয়ার হোসেনের পক্ষ নিয়েছেন পশ্চিম টাঙ্গাইলের বৃহৎ এ ইউনিয়নের ভোটার সাধারণ।
জানা যায়, ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়ন।
এর জনসংখ্যা প্রায় ৩০ হাজার আর ভোটার সংখ্যা ১৬ হাজার।
গত ১০ বছরের এ ইউনিয়নের উল্লেখযোগ্য উন্নয়নের মধ্যে রয়েছে মাকোরকোল এলাকার মেজর জেনারেল মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ে চার তলা ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ছোট বড় ৫টি ব্রীজ, ৭টি কালভার্ড নির্মাণ সম্পন্ন হওয়াসহ কুকুরিয়া আলীয়া মাদরাসার নির্মাণাধীন চার তলা ভবন, চলমান একাধিক রাস্তা পাকাকরণের কাজসহ ৩২ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প।
স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের বক্তব্য –
মাকোরকোল গ্রামের রহিম মিয়া বলেন, দীর্ঘদিন যাবৎ অবহেলিত এই ইউনিয়নটি।
ছানোয়ার হোসেন টাঙ্গাইল সদর আসনের এমপি হওয়ার পর থেকে এই এলাকায় অনেক উন্নয়ন হয়েছে।
হাই স্কুল, প্রাইমারী স্কুল, মাদরাসায় আধুনিক বহুতল ভবন নির্মাণ, অসংখ্য ব্রীজ,কালভার্ড নির্মাণ ও রাস্তা পাকাকরণের কাজ করে দিয়েছেন।
এছাড়াও যমুনার ভাঙনরোধে ২৩ কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ শুরু করেছেন তিনি।
উন্নয়নের গতি অব্যাহত রাখতে এবারের সংসদ নির্বাচনেও আমরা তাকে ভোট দিয়ে বিজয়ী করবো।
ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ও মাকোরকোল গ্রামের ইউপি সদস্য মো. আমজাদ হোসেন বলেন, এমপি ছানোয়ার একজন ভালো লোক ও এ ইউনিয়নের উন্নয়নের রূপকার।
সাধারণ মানুষসহ আমরা যে কোন প্রয়োজনের উনাকে কাছে পাই। তিনি সমস্যার কথা শুনে নিজ দায়িত্বে সমাধান করে দেন।
এ সব কারণে দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়া সত্ত্বেও এ ইউনিয়নের অধিকাংশ মানুষ তাকে ভোট দিবে আশা করছি।
এবারও তিনি এমপি হিসেবে নির্বাচিত হবেন বলে প্রত্যাশা করছেন এই ইউপি সদস্য।
মাহমুদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসলাম হোসেন সিকদার বলেন, আলহাজ¦ মো. ছানোয়ার হোসেন এমপি হওয়ার পর থেকেই এ ইউনিয়নে উন্নয়নের ছোঁয়া লেগেছে।
স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ায়সহ অসংখ্য রাস্তা, ব্রীজ কালভার্ড নির্মাণ হয়েছে।
একাধিক স্কুল ও মাদ্রাসা বহুতল ভবনে রূপান্তরিত হয়েছে।
স্থানীয় সাংসদের বক্তব্য –
এ বিষয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন জানান, মাহমুদনগর ইউনিয়নবাসির জীবনমান উন্নয়ন আর গ্রাম হবে শহর মাননীয় প্রধানমন্ত্রী ও দেশনেত্রীর দেয়া ঘোষণার বাস্তবায়ন ঘটাতে এ ইউনিয়নের উন্নয়ন সাধনে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।
এরই মধ্যে বেশ কয়েকটি প্রাইমারী, হাই স্কুল ও মাদ্রাসায় বহুতল ভবন সহ অসংখ্য কাঁচা রাস্তা পাকাকরণ, ব্রীজ কালভার্ড নির্মাণ হয়েছে।
এছাড়াও ইউনিয়নটি রক্ষায় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নদীর ভাঙনরোধে ৩২ কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের কাজ চলমান রয়েছে।
আসন্ন নির্বাচনে আমি যদি বিজয়ী হই তাহলে ইউনিয়নটির অসমাপ্ত কাজ গুলো সম্পন্ন করবো।