জামায়াত-শিবির ষড়যন্ত্রের মাধ্যমে নৌকাকে পরাজিত করতে পারে – কৃষিমন্ত্রী

এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের নির্বাচনী জনসভা

কালিহাতী প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, নৌকার বাইরে ট্রাক-ছাতি-ঈগল এগুলো কোন মার্কা না।

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে নৌকা ছাড়া অন্য কোন মার্কার অস্তিত্ব নেই।

ঐতিহ্যবাহী কালিহাতীর মানুষ সারা জীবন আওয়ামী লীগ, নৌকা ও মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আসন্ন নির্বাচনেও তারা বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবে। শেখ হাসিনার উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখবে।

আরো পড়ুন – অবহেলিত মাহমুদনগর ইউনিয়নের উন্নয়নের কারিগর এমপি ছানোয়ার

বৃহস্পতিবার বিকেলে উপজেলার এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ মাঠে অনুষ্ঠিত বিশাল এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।

জনসভায় প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় ভরে উঠে।

মন্ত্রী আরো বলেন, এই নৌকা মাওলানা ভাসানীর নৌকা, বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা, উন্নয়নের নৌকা।

কোন ষড়যন্ত্রের দিকে না তাকিয়ে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করে দেখেছি, অনেক সূর্য ও নক্ষত্রের পতন হয়েছে।

আমরা দেখেছি অনেক বড় বড় নেতা মশাল নিয়ে আলোকিত করতে চেয়েছে, কেউ কেউ নীতি আদর্শ বিসর্জন দিয়ে ধানের শীষ নিয়েও নির্বাচন করেছেন।

কিন্তু তারা কেউই জনগণের মন জয় করতে পারে নাই।

দেশের শান্তি ও উন্নয়ন চাইলে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে শান্তিতে থাকতে হলে নৌকার কোন বিকল্প নাই।

আবার যদি জামায়াত-শিবির তাদের ষড়যন্ত্রের মাধ্যমে নৌকাকে পরাজিত করতে পারে; তাহলে দেশের মানুষের ভাগ্যে আবার দুর্দশা নেমে আসবে।

আরো পড়ুন – আমি নির্বাচনকে উন্মুক্ত করে দিয়েছি, কোনরকম সংঘাত চাই না – প্রধানমন্ত্রী

ড. রাজ্জাক জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা হাত তুলে শপথ নিন নৌকা মার্কায় ভোট দিয়ে প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদারকে এমপি নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

সভায় সভাপতিত্ব করেন এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তুলা।

সভায় আরো যারা বক্তৃতা করেন –

এই জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুজ্জামান স্মৃতি ও আনিসুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাষ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী পৌরসভা মেয়র নুরন্নবী সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহআলম মোল্লা প্রমুখ।