সখীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ

সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আতাউল হক ৪টি ইউনিয়নের আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা, সাধারণ সদস্য বৈধ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছেন।

এ ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪০ জন এবং সদস্য পদে ১৩৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধতা পেয়েছেন।

গত ২১ অক্টোবর (বৃহস্পতিবার) সারাদিন ব্যাপী এই যাচাই-বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। বাছাইপর্বে সখীপুরের ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ১২ জন।

কাকড়াজান ইউনিয়নে ২ জন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান আ’লীগ মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম বিদ্যুৎ ও আ’লীগ বিদ্রোহী প্রার্থী হিসেবে মো. দুলাল হোসেন।

বহেড়াতৈল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন; এরা হলেন, আ’লীগ মনোনীত প্রার্থী ওয়াদুদ হোসেন, আ’লীগ বিদ্রোহী প্রার্থী গোলাম ফেরদৌস; জাতীয় পার্টির মো. আলতাফ হোসেন; ইসলামী আন্দোলন বাংলাদেশের কামরুল হাসান (জিসু)।

যাদবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ০৩ জন; এরা হলেন, আ’লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার; আ’লীগ বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান খন্দকার বজলুর রহমান ও মো. জাহিদুল ইসলাম।

আর বহুরিয়া ইউনিয়নে ০৩ জন প্রার্থী বৈধতা পেয়েছেন; এরা হলেন, আ.লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম; আ’লীগ বিদ্রোহী প্রার্থী সরকার নূরে আলম মুক্তা ও নিরাঞ্জন বিশ্বাস।

৪টি ইউনিয়নে মোট ৪০ জন প্রার্থী সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বৈধতা পেয়েছেন। এদের মধ্যে কাকড়াজানে ইউপিতে ৮ জন; বহেড়াতৈল ইউপিতে ১৩ জন; যাদবপুর ইউপিতে ১২ জন এবং বহুরিয়ায় ৭ জন।

সাধারণ সদস্য হিসেবে বৈধতা পেয়েছেন ১৩৬ জন; এদের মধ্যে, কাকড়াজান ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৩২ জন; বহেড়াতৈলের ৯টি ওয়ার্ডে ৪০ জন; যাদবপুরের ৯টি ওয়ার্ডে ৩৩ জন এবং বহুরিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৩১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।

আসন্ন ১১ নভেম্বর সখীপুর উপজেলার ৪টি ইউনিয়নের ইউপি নির্বাচনে বিএনপি ও কৃষক শ্রমিক জনতালীগ কোন প্রার্থী দেয়নি।

জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪টি ইউনিয়নের মধ্যে শুধু মাত্র বহেড়াতৈল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দিয়েছে। সম্পাদনা – অলক কুমার