অবৈধ বালুঘাট দখলের সংঘর্ষের ঘটনার মামলা, সাত শতাধিক আসামি

বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালুর ঘাট দখল নেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলি ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে সংঘর্ষে আহত হয়েছে ১০ জন। পরে পুলিশ ঘটনাস্থলে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় পুলিশ বাদি হয়ে ৬৯ জন নামীয় ও সাত শতাধিক অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা নং – ০১, তারিখ : ০৩-০২-২০২২ ইং।

তিনি জানান, মাসুদ চেয়ারম্যানের পক্ষের নূহু মেম্বার ও মতিন সরকারের পক্ষের করিম মেম্বারকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এই মামলায় ৬৯ জন নামীয় ও সাত শতাধিক অজ্ঞাত জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিকরাইল ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় নিকরাইল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন সরকারের লোকজনের সাথে বালুঘাটের আধিপত্য নিয়ে সংঘর্ষ বাঁধে।

এসময় দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ককটেল বিষ্ফোরণ ও গুলির ঘটনা ঘটে।

পরে পুলিশ গিয়ে দুইপক্ষকে ছত্রভঙ্গ করতে ৭ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে দুইপক্ষের ১০ জন আহত হয়।

সংঘর্ষে গুরুতর আহতরা হলেন, উপজেলার নিকরাইল ইউনিয়নের পূর্নবাসন এলাকার হযরত আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৯); পলশিয়া এলাকার আব্দুল কাদেরের ছেলে শাহআলম (৩০); আমজাদ হোসেনের ছেলে শফিকুল (৩৫); নামদার আলীর ছেলে হোসেন আলী (৫৫); আব্দুল লতিফের ছেলে সবুজ (১৮) ও ইয়াসিনের ছেলে ইয়ামিন (৩৮)। সম্পাদনা – অলক কুমার