ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, “বিকেল ৩টায় বিএনপির সঙ্গে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে বৈঠক হবে। বিকেল সাড়ে ৪টায় জামায়াতের সঙ্গে এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা।”
রাজনৈতিক অঙ্গনে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মতবিরোধের মধ্যেই দেশের রাজনীতি হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। তবে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহল ও নাগরিক সমাজে জোর আলোচনা চলছে।
উল্লেখ্য, ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।