কাজী অলিদের পালিত কিশোর গ্যাংয়ের হুমকি

আনারস প্রতীক হারলে দেশ ছাড়া করার হুমকি বাসাইলের সংখ্যালঘুদের

দেশ ছাড়া করার হুমকি বাসাইলের সংখ্যালঘুদের
দেশ ছাড়া করার হুমকি বাসাইলের সংখ্যালঘুদের

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে সংখ্যালঘু ভোটারদের আনারস প্রতীকে ভোট দেয়ার জন্য হুমকি ও নানান রকম চাপ দেয়ার অভিযোগ উঠেছে।

চেয়ারম্যান প্রার্থী কাজী অলিদ ইসলাম তার পালিত কিশোর গ্যাং সাগর বাহিনী দিয়ে সংখ্যালঘু ভোটারদের আনারস প্রতীকে ভোট দিতে বাধ্য করার জন্য হুমকির দিচ্ছেন বলে এই অভিযোগ।

আরো পড়ুন – মির্জাপুরে এক ডজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

রোববার (২ জুন) হুমকির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহকারী রির্টানিং কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. ফরিদ মিয়া।

লিখিত অভিযোগে জানা যায়, গত ৩১ মে ও ১ জুন সন্ধ্যা ৭টার পর বাসাইল পৌর শহরের পালপাড়াসহ অন্যান্য হিন্দু পাড়াগুলিতে কাজী অলিদের পালিত সন্ত্রাসী সাগর বাহিনী দ্বারা আনারস মার্কায় ভোট দেয়ার দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে।

সংখ্যালঘুদের অভিযোগ –

নামপ্রকাশে একাধিক সংখ্যালঘু ভোটার হুমকির কথা স্বীকার করেছেন।

নির্বাচন পরবর্তী সহিংসতার ভয়ে প্রকাশ্যে হুমকির কথা তারা বলতে পারছেন না।

তবে হুমকির বিষয়ে তারা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ জেলা এবং উপজেলা শাখা নেতৃবৃন্দদের জানিয়েছেন।

এ বিষয়ে ধর্মীয় সংখ্যালঘুদের সংগঠনের বাসাইল উপজেলার নেতৃবৃন্দ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

এসময় সংখ্যালঘুরা জানান, গভীর রাতে তারা রামদা, পিস্তল নিয়ে বাড়িতে ঢুকে হত্যার হুমকি দেয়।

তারা বাড়ির মেয়েদের ধর্ষণ ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।

তারা আরো জানান, আনারস প্রতীক ভোটে হারলে তাদের দেশ ছাড়া করা হুমকি দিতেছে সাগর বাহিনী।

আরো পড়ুন – ভূঞাপুরে একদিকে ভোট গণনা, অন্যদিকে প্রার্থীর পক্ষে জনসভা!

অনেকে আবার বলেছেন, এই সংবাদ প্রকাশ হওয়ার পর তারা জোর করে আমাদের মানববন্ধন বা প্রতিবাদ দেয়ার কথা বলতে পারেন।

তারা আর্তনাদ করে বলেন, আমাদের বাঁচানোর কেউ নেই।

অভিযোগকারী বক্তব্য –

অভিযোগকারী মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. ফরিদ মিয়া বলেন, আমাদের একাধিক সংখ্যালঘু সমর্থক ভোটারকে হুমকি দেয়ার অভিযোগ পেয়েই ওই আবেদন করা হয়েছে।

নিরাপত্তা জনিতকারণে আমাদের সমর্থক সংখ্যালঘু ভোটাররা প্রকাশ্যে হুমকির কথা স্বীকার করছেন না।

তারা সংবাদিকদের সাথেও কথা বলতে ভয় পায়। আমি যখন এই অভিযোগ করি, তখন তারা আমাকে কারো নাম না দিতে বার বার অনুরোধ করেন।

কাজী অলিদের বক্তব্য – 

আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী অলিদ ইসলামের সমর্থক অভিযুক্ত সাগর এর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে।

এ ধরণের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী অলিদ ইসলাম।

এ ঘটনায় হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ বাসাইল উপজেলা কমিটির কোন নেতৃবৃন্দ বক্তব্য দিতে রাজি হননি।

আরো পড়ুন – বড়মনির ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ১৯ জুন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে বলেন, নির্বাচন উপলক্ষে আনারস প্রতীকের প্রার্থী কাজী অলিদ যেভাবে তার পালিত সন্ত্রাসী সাগর বাহিনী দিয়ে সংখ্যালঘু হিন্দুদের উপর নিপীড়ন নির্যাতন ও হুমকি দিয়ে যাচ্ছেন, তা অত্যন্ত নিন্দনীয়।

আমি এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

সেই সাথে সাগর বাহিনীর প্রধান সাগর ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় এনে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

সহকারী রিটার্নিং কর্মকর্তার বক্তব্য –

এ বিষয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা শাহরুখ খান জানান, সংখ্যালঘু ভোটারদের হুমকির বিষয়ে অভিযোগ পেয়েছি।

তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা অফিসার্স ইনচার্জকে চিঠি দেয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী ৫ জুন বাসাইল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা।

এ উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৮৩০ জন; এর মধ্যে নারী ভোটার ৭৬ হাজার ১৯৮ আর পুরুষ ভোটার ৭৫ হাজার ৬৩১ জন।

এ উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ৭ আর মহিলা ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।