জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ বুধবার (৬ আগস্ট) অভিযোগ গঠনের আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে। অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেওয়া হবে।
এরই মধ্যে এ মামলার গ্রেপ্তার হওয়া ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তারা হলেন:
-
এএসআই আমির হোসেন
-
বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম
-
কনস্টেবল সুজন চন্দ্র রায়
-
ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী
-
রাফিউল হাসান রাসেল
-
আনোয়ার পারভেজ
এর আগে, গত ৩০ জুলাই এই মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৬ আগস্ট তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
প্রসঙ্গত, ২২ জুলাই রংপুরের সাবেক পুলিশ কমিশনার এবং বেরোবির সাবেক উপাচার্যসহ ২৪ জনকে এই মামলায় পলাতক ঘোষণা করে আদালত। একই দিনে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় ৮ জন এবং লক্ষ্মীপুরের একটি যুদ্ধাপরাধ মামলায় আরও ৩ জনকে আদালতে হাজির করা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব মামলায় ধারাবাহিকভাবে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা বাংলাদেশের বিচারব্যবস্থায় ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে উঠছে।