দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন ও বলিউড-হলিউডের ব্যস্ত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এবার প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে চলেছেন। এই নতুন সিনেমাটি পরিচালনা করছেন শাহরুখ খানের ‘জওয়ান’-খ্যাত নির্মাতা অ্যাটলি।
সিনেমার নাম ‘এ সিক্স’, যেখানে অ্যাকশনের ভরপুর চিত্রনাট্যে দেখা যেতে পারে আল্লু অর্জুনকে দ্বৈত চরিত্রে। সিনেমাটি নির্মিত হচ্ছে অ্যাটলির স্বতন্ত্র অ্যাকশন ঘরানায়। আল্লু অর্জুনও বর্তমানে এই প্রজেক্টে পুরো সময় দিচ্ছেন।
শুটিং শুরুর আগেই অ্যাটলি প্রিয়াংকার সঙ্গে চরিত্র নিয়ে আলোচনাও করেছেন বলে জানা গেছে। সব ঠিক থাকলে দীর্ঘদিন পর ভারতীয় সিনেমায় দেখা যাবে প্রিয়াংকা চোপড়াকে।
এদিকে প্রিয়াংকা এখন এসএস রাজামৌলির পরিচালনায় একটি নতুন প্রজেক্টে কাজ করছেন, যেখানে তার বিপরীতে রয়েছেন দক্ষিণী তারকা মহেশ বাবু। এই সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।
সম্প্রতি ভাইয়ের বিয়েতে অংশ নিতে ভারতে আসেন প্রিয়াংকা। এরপর হায়দ্রাবাদে নতুন সিনেমার শুটিং শুরু করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে ‘এ সিক্স’ সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।