ইতালির সিসিলি দ্বীপের রাজধানী পালেরমোতে সন্ত্রাসবাদে উসকানির অভিযোগে দুই বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জিহাদে আহ্বান ও সন্ত্রাসবাদে উসকানি’ সংক্রান্ত পোস্ট দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়।
ইতালির ভাইস-প্রেসিডেন্ট ও পরিবহনমন্ত্রী মাত্তেও সালভিনি বিষয়টি নিশ্চিত করে নিজের লিখেছেন, “জিহাদ ও সন্ত্রাসবাদে উসকানি দেওয়া কেউই ইতালিতে থাকতে পারে না। তাদের এখনই বহিষ্কার করা উচিত।”
ইতালির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, আটককৃতদের বয়স ১৮ ও ২১ বছর। পালেরমোর প্রসিকিউশন অফিসের নির্দেশে তাদের আটক করা হয় এবং আপাতত গৃহবন্দি রাখা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ওই দুই যুবকের বিরুদ্ধে ইসলামিক স্টেট (আইএস)-সংশ্লিষ্ট প্রচারণাসামগ্রী বিতরণ, শহীদ হওয়া ও সহিংস কর্মকাণ্ডে উসকানির অভিযোগ রয়েছে।