ইতালির দক্ষিণাঞ্চলের পুগলিয়া (Puglia) অঞ্চলে অভিবাসী শ্রমিকদের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষায় উঠে এসেছে শোষণ ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র।
ইনফো মাইগ্র্যান্টসের প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসীরা মূলত কৃষি ও নির্মাণ খাতে কাজ করেন, যেখানে কম দক্ষতার শ্রমের চাহিদা বেশি। অধিকাংশ ক্ষেত্রেই তারা অস্থায়ী চুক্তিতে নিয়োজিত এবং শ্রম অধিকার থেকে বঞ্চিত হন।
দ্য গার্ডিয়ানের তথ্যমতে, এসব শ্রমিক প্রায়ই গ্যাংমাস্টারদের (caporali) অধীনে কাজ করতে বাধ্য হন, যারা অতিরিক্ত অর্থ আদায় করে এবং নিম্নমানের বাসস্থানে তাদের বসবাস করতে বাধ্য করেন। এই পরিস্থিতিতে শ্রমিকরা ন্যায্য মজুরি ও মানবিক পরিবেশ থেকে বঞ্চিত থাকেন।
OECD-এর প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসীদের শ্রমবাজারে সুষ্ঠুভাবে অন্তর্ভুক্ত করতে ইতালিতে প্রয়োজন কার্যকর নীতিমালা। পাশাপাশি শ্রমিকদের অধিকার রক্ষা, প্রশিক্ষণ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি।
পুগলিয়ায় অভিবাসী শ্রমিকদের বাস্তবতা একটি বড় সামাজিক চ্যালেঞ্জ। সময় এসেছে ন্যায্য ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে এই সমস্যার টেকসই সমাধানে এগিয়ে আসার।