রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় এই বিমানটি বিধ্বস্ত হয়।
স্থানীয়রা জানিয়েছেন, উত্তরার মাইলস্টোন কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, “দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পাই যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে, আরও দুটি ইউনিট রাস্তায় আছে। তবে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।”