উপজেলা চেয়ারম্যান মন্টু মির্জাপুরে প্রথম করোনা টিকা নিলেন

মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে প্রথম করোনা টিকা নিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।

রবিবার (৭ জানুয়ারি) সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে করোনা টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন।

এরপর মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু  প্রথম করোনা টিকা নেন।

এরপর উপজেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধিসহ পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ টিকা নেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্য মীর্জা শামীমা আক্তার শিফা ও আজাহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানান নিবন্ধিত ব্যক্তিদের শরীরে করোনা টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ৩টি বুথের প্রতিটিতে দুই জন করে টিকাদানকর্মী ও চার জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।

উপজেলায় মোট ৬ হাজার ডোজ করোনা টিকা মজুদ রয়েছে। পর্যায়ক্রমে নিবন্ধিত ব্যক্তিদের শরীরে করোনা টিকা প্রয়োগ করা হবে।

শনিবার রাত পর্যন্ত সুরক্ষা অ্যাপসের মাধ্যমে ১ হাজার ৮৬৩ জন ব্যক্তি রেজিষ্ট্রেশন করেছে বলে তিনি জানান। সম্পাদনা – অলক কুমার