নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো স্বৈরাচারের দোসররা রয়ে গেছে। এ কারণে ২৪-এর শহীদ পরিবারগুলো তাদের ন্যায্য সম্মান ও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
রবিবার সকালে চট্টগ্রামের মোটেল সৈকতে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, “সারা দেশে আমরা পদযাত্রা করছি, শহীদ পরিবারের সঙ্গে বসছি, তাদের অভিযোগ শুনছি। অনেক জায়গায় দেখা যাচ্ছে, শহীদ পরিবারের জন্য নেওয়া সরকারি উদ্যোগগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে না বা দেরি হচ্ছে। এখনো নানা ধরনের জটিলতা রয়েছে।”
তিনি আরও বলেন, “শহীদ পরিবারগুলো কোনো দল বা মতের নয়, তারা পুরো বাংলাদেশের। আমরা সরকারে থাকার সময় তাদের জন্য নানা পদক্ষেপ নিলেও মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। বর্তমানে দলীয় উদ্যোগে শহীদ কল্যাণ ও আহত সেল গঠন করা হয়েছে। আমরা সারা দেশে যাচ্ছি, তাদের তথ্য নিচ্ছি, যাতে পুনরায় সব সুবিধা নিশ্চিত করা যায়।”
নাহিদ ইসলাম জানান, জুলাইয়ের রাজনৈতিক ঘোষণাপত্র ও শহীদ পরিবারদের অধিকার সংক্রান্ত দাবি নিয়ে ৩ আগস্ট ঢাকায় বড় কর্মসূচি ঘোষণা করবে এনসিপি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকার এই দাবিগুলো ৫ আগস্টের মধ্যে বাস্তবায়ন করবে।