গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদে অংশগ্রহণ মূলত বিএনপির সঙ্গে সমঝোতার ওপর নির্ভর করবে। তিনি বলেন, বিভিন্ন অসম্মানজনক ও অরুচিকর মন্তব্যের কারণে এনসিপি ও বিএনপির সম্পর্ক এখন জটিল, শেষ পর্যন্ত কী সমঝোতা হবে তা স্পষ্ট নয়।
একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে নুর আরও বলেন, একদিকে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করার জন্য নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা হয়, অন্যদিকে গণমাধ্যমে ফাঁকা আওয়াজ দেওয়া হচ্ছে, যা বিভ্রান্তিকর অবস্থা তৈরি করছে।
নুরুল হক নুর জোর দিয়ে বলেন, এনসিপি কোনো নির্বাচনী জোটের বিষয়ে জামায়াতসহ অন্য দলের সঙ্গে আলাপ-আলোচনা করেনি। তবে বিএনপির সঙ্গে সমঝোতার জন্য সীমিত আলোচনা হয়েছে, কারণ বিএনপি নির্বাচনে বড় স্টেকহোল্ডার। তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং তফসিল ডিসেম্বরেই ঘোষণা করা হবে।











