বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ইতিহাস গড়লেন। প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা করে নিলেন দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএটোয়েন্টি (SA20)-এর দলে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জোহানেসবার্গে অনুষ্ঠিত নিলামে ডারবান সুপার জায়ান্টস তাইজুলকে প্রায় ৩৫ লাখ টাকায় দলে ভিড়িয়েছে।
এই দলে তাইজুল সতীর্থ হিসেবে পাচ্ছেন হেইনরিখ ক্লাসেন, জস বাটলার, সুনীল নারাইন, এইডেন মার্করাম-এর মতো তারকাদের। যদিও জাতীয় দলে তিনি মাত্র দুটি টি-টোয়েন্টি খেলেছেন, তবে ঘরোয়া লিগে ১০৫ ম্যাচে ৮৮ উইকেট নিয়ে নিজেকে প্রমাণ করেছেন নির্ভরযোগ্য স্পিনার হিসেবে।
চূড়ান্ত নিলামে নাম উঠেছিল ১৪ জন বাংলাদেশি ক্রিকেটারের। তবে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজসহ বাকিরা ছিলেন আনসোল্ড (অবিক্রীত)।
তাইজুলের এই অর্জনকে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন, যা দেশের তরুণ ক্রিকেটারদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।