খবর বাংলা ডেস্ক :
বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনের প্রার্থী এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়ে ব্যাপক সাড়া পেয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের অনুদানে তার তহবিলে প্রায় ৪০ লাখ টাকা জমা হয়েছে।
নিজের ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে ব্যারিস্টার ফুয়াদ জানান, তার নির্বাচনী এলাকার মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ১০১ জন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জনপ্রতি ১০ টাকা হিসাবে তার নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা নির্ধারিত।
তিনি জানান, ৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিকাশের মাধ্যমে ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদের মাধ্যমে ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা এবং ব্যাংক হিসাবে জমা হয়েছে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা। সব মিলিয়ে মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, দেশ ও প্রবাস থেকে যারা এই অনুদান দিয়েছেন, তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। অনেকেই ফোন ও বার্তার মাধ্যমে যোগাযোগ করলেও সবার উত্তর দিতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন।
অতিরিক্ত অনুদানের বিষয়ে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, স্বচ্ছতার স্বার্থে অনুদান সংক্রান্ত সব কাগজপত্র নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অডিট করা হবে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। নির্বাচন কমিশন বা সরকারের কোনো আর্থিক নিয়ন্ত্রক সংস্থা চাইলে পূর্ণ সহযোগিতা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











